দুর্নীতির অভিযোগে ফেসবুকে ওপেন চ্যালেঞ্জ দিলেন হাসনাত আব্দুল্লাহ

news of bangla

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, নিয়োগ বাণিজ্য ও আর্থিক দুর্নীতির প্রমাণ ছাড়া অভিযোগ তোলা হয়েছে। ওপেন চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, কেউ ১ টাকার দুর্নীতিরও প্রমাণ দিতে পারলে তিনি দায় স্বীকার করবেন। প্রমাণ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে প্রকাশের আহ্বান জানিয়েছেন।