রাজবাড়ীর গোয়ালন্দে 'ভুয়া রিক্রুটিং এজেন্সি' খুলে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিয়াদ খান (৪৮) নামে এক প্রতারককে আটক করেছে যৌথবাহিনী। সে নিজেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিচয় দিয়ে ‘এরাবিয়ান ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যান্ড জব প্রসেসিং’ নামে একটি প্রতিষ্ঠান খুলে প্রতারণা চালায়। রিয়াদ খানের বিরুদ্ধে ২০ লাখ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। বৈঠকে তারা সামরিক সহযোগিতা, যৌথভাবে হাসপাতাল নির্মাণ, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ ও প্রশিক্ষণ বিনিময় বিষয়ে আলোচনা করেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও সন্ত্রাস প্রতিরোধে যৌথ মহড়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সিলেটে শিশু মুনতাহা হত্যার ঘটনায় ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড আদেশ দেন। আসামিরা হলেন কানাইঘাটের আলিফজান, শামীমা বেগম মার্জিয়া, ইসলাম উদ্দিন ও নাজমা বেগম। মুনতাহার বাবা শামীম আহমদ হত্যা মামলা দায়ের করার পর তদন্তে শামীমা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাকে গলা টিপে ও বস্তাচাপা দিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে লাশ গুমের উদ্দেশ্যে ডোবায় রাখা হয়।
রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। রোববার তিন উপদেষ্টার শপথগ্রহণের অনুষ্ঠানে ছবিটি থাকায় সমালোচনা ওঠে। সোমবার উপদেষ্টা মাহফুজ আলম শপথস্থল থেকে ছবিটি সরানোর ছবি শেয়ার করেন। তিনি ক্যাপশনে বঙ্গবন্ধু ও তার পরিবারের বিষয়ে বিরোধপূর্ণ মন্তব্য করেন। ঘটনাটি নিয়ে আওয়ামী লীগ ও জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ১০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম। রবিবার রাতে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণের পর সোমবার ভাঙ্গা থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫৮ জন এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আহরণে ৩০ হাজার ৭৬৭ কোটি টাকার ঘাটতি হয়েছে। এনবিআর জানিয়েছে, লক্ষ্যমাত্রার বিপরীতে আয়কর, আমদানি ও ভ্যাট খাতে ঘাটতি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজস্ব ঘাটতি বেড়ে যাওয়ায় সরকারের ঋণের চাপ বাড়বে, যা বেসরকারি খাতে ঋণ বিতরণে বাধার সৃষ্টি করতে পারে। এর ফলে মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে, যা মানুষের জীবনযাপনে দুর্ভোগ সৃষ্টি করবে।
কুমিল্লার চান্দিনা সাবরেজিস্ট্রার নিরত ভরণ বিশ্বাসের বিরুদ্ধে ঘুসের অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি অফিসের কর্মচারী, দালাল ও দলিল লেখকদের মাধ্যমে সেবাপ্রত্যাশীদের থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। প্রতি দলিল থেকে সরকারি ফির বাইরে ২ হাজার টাকা, নকলের স্বাক্ষরে ২শ টাকা, এবং টিপসই বাবদ ১শ টাকা নেন। মাসে প্রায় ৩০ লাখ টাকা ঘুস আদায় করে থাকেন বলে অভিযোগ রয়েছে। সাবরেজিস্ট্রার এসব অভিযোগ অস্বীকার করলেও জেলা রেজিস্ট্রার তদন্তের আশ্বাস দিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ (১১ নভেম্বর) আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ১১-১৪ নভেম্বর রাষ্ট্রীয় সফরে তিনি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিষয়টি তুলে ধরবেন এবং বৈশ্বিক জলবায়ু কর্মসূচিতে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখবেন। এটি ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় রাষ্ট্রীয় সফর।
প্রথিতযশা সাংবাদিক আনোয়ার আলদীন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকাল থেকেই সাংবাদিকতায় যুক্ত। তিন বছরের জন্য গঠিত বাসস পরিচালনা বোর্ডে থাকবেন ১২ জন সদস্য, যা প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করবে।
রিমান্ড শেষে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের বিরুদ্ধে ৫ আগস্টের ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তদন্ত চলছে, যেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী।
ঢাকার রামপুরায় ভাড়া বাসা থেকে এক নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ঝুলন্ত অবস্থায় মো. জুবায়ের (২১) ও মনীষা আক্তার (২০)-এর মরদেহ পাওয়া যায়। একটি বার্তার সূত্র ধরে তাঁদের এক আত্মীয় পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে, জুবায়ের ফ্যানের সঙ্গে ও মনীষা জানালার গ্রিলে ঝুলছিলেন। বিষয়টি তদন্তাধীন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের নতুন নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জিরুনা ত্রিপুরা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়। এ পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন উপজেলা ও এলাকার প্রতিনিধি, এবং ৫ আগস্ট সরকার পতনের পর থেকে চেয়ারম্যানসহ পূর্ব পরিষদের সদস্যরা পলাতক।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) সদ্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেফতার করেছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর পরীবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ইয়াজ আল রিয়াদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ছাত্রলীগের বিরুদ্ধে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির দাবির পর অন্তর্বর্তী সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছাত্রলীগ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত হয়েছে।