সরকার সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ১৫ মার্চ থেকে পরবর্তী ৬০ দিন এই ক্ষমতা বলবৎ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথম এই ক্ষমতা দেওয়া হয়, যা পরবর্তীতে নৌ-বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড ও বিজিবির কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়।