বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার শহীদ জেহাদ দিবসে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ও নিরপেক্ষ সরকার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তারেক রহমান শহীদ নাজির উদ্দিন জেহাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান ছিল অসামান্য। গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে কাজ করতে হবে।