ঝালকাঠিতে প্রেমিকার বানানো নুডুলস খেয়ে সজল দেবনাথ নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সজলের পরিবার সন্দেহ করছে, খাবারে বিষাক্ত পদার্থ থাকতে পারে। তবে সজলের প্রেমিকা তিথি বিষ মেশানোর অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব নয়।