কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) রহমত উল্লাহর পর এবার জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি জাহাঙ্গীর আলমসহ ৭ জনকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। গত ১৭ ফেব্রুয়ারি একটি অনুসন্ধানী প্রতিবেদনে পুলিশের ইয়াবা কারবারে জড়িত থাকার তথ্য উঠে আসে। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের ক্লোজ করা হয়। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ঘটনাস্থলে তদন্ত করছেন।