যুক্তরাষ্ট্র মালাবি ও জাম্বিয়ার বি-১ ও বি-২ ভিসাধারীদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত দেওয়ার শর্ত আরোপ করেছে। ২০ আগস্ট থেকে শুরু হওয়া ১২ মাসের এই পরীক্ষামূলক কর্মসূচির লক্ষ্য ভিসা মেয়াদোত্তীর্ণ থাকার হার কমানো। শর্ত মেনে চললে জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে। ভবিষ্যতে অন্যান্য উচ্চ ওভারস্টে হারবিশিষ্ট দেশও এই নীতির আওতায় আসতে পারে।