যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন দূতাবাস ইতোমধ্যে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানিয়েছে। নাগরিকত্ব নিশ্চিত করে সম্মানজনকভাবে ফেরত আনার বিষয়ে আলোচনা চলছে। নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাটে অবৈধ বাংলাদেশির সংখ্যা বেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।