ইউক্রেন পূর্বাঞ্চলে কৌশলগত সাফল্য দাবি জেলেনস্কির

দোবরোপিলিয়া অঞ্চলে counteroffensive চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা”

যুদ্ধের মাসব্যাপী ব্যর্থতার পর ইউক্রেনীয় সেনারা পূর্বাঞ্চলীয় দোবরোপিলিয়া এলাকা থেকে ১৬০ বর্গকিমি জমি পুনরুদ্ধার করেছে, ঘোষণা করেছেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। এছাড়া ১৭০ বর্গকিমি এলাকা থেকে রাশিয়ার সৈন্যদের তাড়ানো হয়েছে। অন্যদিকে, কস্তিয়ান্টিনিভকা তে রাশিয়ার বায়ু হামলায় ৫ জন নিহত হয়েছে। কিয়েভ রাশিয়ার তেল খাতেও দূর-পরিসরের হামলা চালিয়েছে। রাশিয়া ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক পুনঃশিক্ষার প্রতিবেদনের ভিত্তিহীন দাবি করেছে।