ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে জালিয়াতি, প্রতারণা ও আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের বড় মেয়ে সিমিন রহমানের বিরুদ্ধে মামলা করেছেন তার ছোট বোন শাযরেহ হক। অভিযোগে বলা হয়, জাল স্বাক্ষর ও ভুয়া দলিল তৈরি করে সম্পদের নিয়ন্ত্রণ নেন সিমিন। মামলার তদন্তে স্ট্যাম্প জালিয়াতির প্রমাণ মিলে। প্রয়াত ভাই আরশাদ ওয়ালিউর রহমানের রহস্যজনক মৃত্যুর পর শাযরেহ্ এখন আদালতের দ্বারস্থ হয়েছেন। সিমিন রহমানের বিরুদ্ধে মামলার বিচার প্রভাবিত করার অভিযোগও উঠেছে।