ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান ও তাঁর ছেলে যারাইফ আয়াত হোসাইনের নামে দুবাইয়ের অভিজাত এলাকা পাম জুমেইরায় প্রায় ১৯ কোটি টাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্টসহ বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই অর্থ পাচারের মাধ্যমে এসব সম্পদ কেনার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তদন্ত শুরু করেছে।