গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় স্টেশন রোড এলাকায় তাকে আটক করে গণপিটুনি দেওয়া হয়, পরে রাত ১০টায় মৃত্যু হলে লাশ বালুর মাঠে ফেলে দেওয়া হয়। এছাড়া, ঢাকার উত্তরা বিএনএস সেন্টারের ফুটওভার ব্রিজে দুই যুবককে উল্টো ঝুলিয়ে পেটায় পথচারীরা। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তাদের ছিনতাইকারী হওয়া নিশ্চিত হয়নি।