তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫

news of bangla

চীনের তিব্বত অঞ্চলে আজ সকালে ৬.৮ মাত্রার (মার্কিন তথ্য অনুযায়ী ৭.১) ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের সীমান্তবর্তী ডিংরি কাউন্টি। এতে ঘরবাড়ি ধসে আহত হয়েছেন অন্তত ১৩০ জন। নেপাল ও ভারতের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। পরাঘাতের (আফটার শক) মাত্রা সর্বোচ্চ ৪.৪ রিখটার স্কেলে ছিল। ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণে ডিংরি কাউন্টির শহরতলিতে লোক পাঠানো হয়েছে।