টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এর মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ ও ২১ জন শিশু রয়েছে, যাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা উভয়ই আছেন। পাচারকারীরা সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে তাদের বন্দি করে রেখেছিল। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ অভিযানের বিস্তারিত জানানো হবে।