জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনকে ‘স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের প্রক্রিয়া’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি এই ফাঁদে পা দেবে না। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি রোডম্যাপ ঘোষণা এবং স্থানীয় নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান।