তাজবীর হত্যা: মুঠোফোনের সূত্র ধরে ছিনতাইকারী চক্রের ৬ জন গ্রেপ্তার

news of bangla

গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাজবীর হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে হানিফ স্পিনিং মিলের সামনে ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ও অন্যান্য সামগ্রী নিয়ে হাঁটুতে ছুরিকাঘাত করে হত্যা করে। চোরাই ফোনের সূত্র ধরে আনোয়ার হোসেনসহ মূল অভিযুক্তদের শনাক্ত করে গতকাল রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। হত্যায় জড়িতরা সিএনজিচালিত অটোরিকশায় করে বিভিন্ন এলাকায় ছিনতাই করতো।