বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন ১৩২ শিশু-কিশোর ও ১১ জন নারী। নিহতদের মধ্যে উত্তরায় গুলিবিদ্ধ নাঈমা সুলতানা (১৫) এবং মিরপুরে নিহত শাফিক আহমেদ আহনাফ (১৭) উল্লেখযোগ্য। আহতদের মধ্যে ১৫,৬৫৯ জন হাসপাতালে চিকিৎসা নেন। ঢাকায় হতাহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। শহীদ পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় শহীদ পরিবারের জন্য সম্মাননা কার্যক্রম শুরু করলেও এখনও কিছু শহীদ পরিবার তালিকাবহির্ভূত রয়েছে।