ইস্ট ওয়েস্ট এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে ঢাকার রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। হত্যাকারীদের ধরতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। শিক্ষার্থীরা সারা দেশে নিরাপত্তার নিশ্চয়তা এবং তদন্ত কমিটি গঠনের দাবি জানান। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।