সাত বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে ঝরে পড়েছে ১৪ লাখ শিক্ষার্থী

news of bangla

বাংলাদেশে গত সাত বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দেওয়া ২৮ লাখ শিক্ষার্থীর মধ্যে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মাত্র ১৪.৫ লাখ শিক্ষার্থী। প্রধান কারণ হিসেবে দারিদ্র্যতা, বাল্যবিবাহ, ও কওমি মাদ্রাসায় স্থানান্তরকে দায়ী করা হচ্ছে। শিক্ষাবিদরা ঝরে পড়া রোধে উপবৃত্তি বৃদ্ধি, 'মিড ডে মিল' চালু করা, ও শিক্ষা বাজেট বাড়ানোর পরামর্শ দিয়েছেন।