প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতার নামে দুর্নীতি হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিজেএফবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের এনার্জি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। বড় কোম্পানির সঙ্গে আলোচনা চলছে, গ্যাস কূপ খনন বাড়ানো হবে। পাশাপাশি বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।