বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের সঙ্গে অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে ভূমি বরাদ্দ, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে চুক্তি হয়েছে। আগামী ৯০ কার্যদিবসে স্টারলিংক সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।