হিসারের ইউটিউবার ও ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা পাকিস্তানি গোয়েন্দাদের (PIOs) দ্বারা গোপন তথ্য সংগ্রহের জন্য গড়ে তোলার অভিযোগে গ্রেফতার হয়েছেন। মালহোত্রার বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দারা তথ্য জানায় যে, সে পাকিস্তান এবং চীনে বারবার গিয়েছিল এবং পাকিস্তানের বিভিন্ন গোয়েন্দা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখত। মালহোত্রার আর্থিক লেনদেন ও বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। এছাড়া, ওড়িশা পুলিশ তার পুড়ি সফরের তথ্য নিয়ে তদন্ত করছে। মালহোত্রার বিরুদ্ধে ভারতীয় সরকারের অফিসিয়াল সিক্রেটস আইন ও অন্যান্য ধারায় মামলা হয়েছে।