কুখ্যাত ‘টার্গেট শুটার’ এসপি আলেপউদ্দিন বরখাস্ত

news of bangla

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ‘খলনায়ক’ হিসেবে পরিচিত অতিরিক্ত এসপি আলেপউদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। র‌্যাব-১১ তে কর্মরত থাকাকালীন তিনি টার্গেট কিলিং, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের অভিযোগে কুখ্যাতি অর্জন করেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে অস্ত্র হাতে অংশ নেওয়ার অভিযোগে ৫ আগস্ট নিহত জোবারায়ের হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। র‌্যাব ও পুলিশের একাধিক সূত্র জানায়, তিনি ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষকে ‘জঙ্গি’ বানিয়ে গ্রেফতার করতেন এবং ভয় দেখিয়ে ধর্ষণের মতো গুরুতর অপরাধ করেছেন।