আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার রাজধানীর বাজার পরিদর্শনে গিয়ে তিনি জানান, রোজার সব পণ্যের দাম এক সপ্তাহের মধ্যে কমে আসবে। সয়াবিন তেলের সরবরাহে সাময়িক ঘাটতি থাকলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।