স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ দাবি করেছে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’। রাজধানীর লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলার ঘটনার যৌক্তিকতা দেওয়ার অভিযোগে এ দাবি জানানো হয়। সমাবেশে অংশ নেওয়া নারীরা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে নারীরা নিরাপদ নন। দ্রুত পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করেন তারা।