দেশের বাজারে টানা তৃতীয় দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা। নতুন দাম ২ মার্চ থেকে কার্যকর হবে।
এর আগে ২৩ ও ২৭ ফেব্রুয়ারি সোনার দাম কমানো হয়েছিল। তবে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি।