র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার থেকে ১,৯৯৪ পিস ইয়াবাসহ মনজুর আলম (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।