পূবালী ব্যাংকের পর অগ্রণী ব্যাংকেও শেখ হাসিনার লকার জব্দ

অগ্রণী ব্যাংক প্রধান শাখা, শেখ হাসিনার লকার জব্দ

পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় লকার নম্বর ৭৫১ ও ৭৫৩ জব্দ করা হয়। কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের একটি লকার জব্দ করা হয়। এখন পর্যন্ত শেখ হাসিনার মোট তিনটি লকার ও কয়েকটি ব্যাংক হিসাব জব্দ করা হলো।