অভ্যুত্থান মামলায় আজ নাহিদ ইসলামের সাক্ষ্য

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মামলার শুনানির ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে অবশিষ্ট সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এ এ সাক্ষ্যগ্রহণ হবে। এর আগে গতকাল তার আংশিক জবানবন্দি নেওয়া হয়। মামলায় এখন পর্যন্ত ৪৭ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে, নাহিদের সাক্ষ্যের পর সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে।