আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ১১ জনের বিরুদ্ধে গুমের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সোমবার ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এই আদেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে গুম সংঘটিত হওয়ার অভিযোগ তোলেন। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।