কাঁটা লাগা গার্ল হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বস ১৩-এর প্রতিযোগী শেফালি জারিওয়ালা মাত্র ৪২ বছর বয়সে আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। তাকে মুম্বাইয়ের অন্ধেরির বেলভিউ হাসপাতালে নেওয়া হলেও ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে স্বামী পরাগ ত্যাগীও ছিলেন। এই খবর বলিউডে শোকের ছায়া ফেলেছে। মরদেহ কুপার হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।