শাপলা চত্বর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার সময় শেষ এবং শাপলা চত্বরসহ সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। তবে সুবিচারের জন্য সময় প্রয়োজন।