সাকিব আল হাসান ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বলে খবর। আনুষ্ঠানিক ফলাফল না এলেও বিসিবি অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জেনেছে। নিয়ম অনুযায়ী, পরপর দুটি পরীক্ষায় ব্যর্থ হলে সাকিব এক বছরের জন্য বোলিং থেকে নিষিদ্ধ হবেন। তবে ‘টেকনিক্যাল এরর’ থাকলে তিনি ফের পরীক্ষা দিতে পারবেন। এর আগে লাফবরোতে পরীক্ষায় তাঁর অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হয়েছিল। এ নিয়ে বিসিবি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।