চেক ডিজঅনার মামলায় সাকিবসহ চারজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

news of bangla

ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলায় আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক ১৮ জানুয়ারি তাঁদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন। সাকিবের অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ঋণ সংক্রান্ত দুটি চেক ডিজঅনারের ঘটনায় আইএফআইসি ব্যাংক মামলা করেছে। ডিজঅনার হওয়া চেকের টাকার পরিমাণ প্রায় ৪ কোটি ১৫ লাখ।