সৌদিতে আইন ভঙ্গ, এক সপ্তাহে গ্রেফতার ২২ হাজার

সৌদি আরবে গ্রেফতারকৃত বিদেশিদের সারি ও নিরাপত্তা বাহিনী

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। ৩১ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে পরিচালিত যৌথ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। এছাড়া অবৈধ প্রবেশ, দেশ ত্যাগের চেষ্টা ও সহায়তা প্রদানের দায়েও অনেকে ধরা পড়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে।