সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ কর্তৃক ফেরত আসা বাংলাদেশীরা

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতক্ষীরার সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচ শিশু, আট নারী ও দুইজন পুরুষ ছিলেন। তারা সবাই সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। সোমবার (১৫ সেপ্টেম্বর) পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয় এবং পরে থানায় সোপর্দ করা হয়। যাচাই শেষে মঙ্গলবার সকালে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।