ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলামীসহ সাতটি দল। বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হবে। তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন ঢাকায়, শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ করবে দলগুলো। কর্মসূচি ঘিরে রাজধানীতে যানজটের আশঙ্কা রয়েছে।