রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান (২৪)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে রাজশাহী নগরের ফুদকিপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ আত্মহত্যার ধারণা করলেও ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হবে। মেহেদীর গ্রামের বাড়ি রংপুরের আলমনগরে।