চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে মো. রফিক (৩৯) নামে এক যুবক। ফেসবুক প্রেমের সূত্র ধরে পালিয়ে থাকা এক যুগলকে বেড়ানোর কথা বলে লালানগর পাহাড়ে নিয়ে গিয়ে রফিক ও তার সহযোগীরা প্রেমিককে মারধর করে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং তাকে তাড়িয়ে দেয়। পরে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয়রা রফিককে ধরে পুলিশে দেয়। কিশোরীর অভিযোগে নারী নির্যাতন মামলায় রফিককে জেলহাজতে পাঠানো হয়েছে।