রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা বোর্ড অব ট্রাস্টির অপসারণ ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছিলেন। আজ মঙ্গলবার দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সচিবালয়ে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। বাগ্বিতণ্ডার পর লাঠিপেটা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।