বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গত ১৫ বছরে পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে, যা পুলিশের কর্মস্পৃহা কমিয়েছে। সিলেটে মতবিনিময় সভায় তিনি জানান, পুলিশ রিফর্মের কাজ চলছে এবং নিরীহ ব্যক্তিদের হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, সারা দেশে লুট হওয়া ৬ হাজার অস্ত্র উদ্ধার হয়েছে, তবে আরও ২ হাজার অস্ত্র উদ্ধারে সহায়তা প্রয়োজন।