নেত্রকোনার দুর্গাপুরে ছুটিতে বাড়িতে আসা জামালপুর পুলিশ লাইন্সের এসআই শফিকুল ইসলামকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে যাওয়ার পথে উকিলপাড়া এলাকায় হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।