ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মুসল্লিবিহীন মসজিদ কেয়ামতের লক্ষণ, তাই মসজিদকে আবাদ রাখতে সবার প্রতি আহ্বান জানান। সোমবার কক্সবাজারের পেকুয়ায় নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মডেল মসজিদ ইসলামিক সংস্কৃতির বিকাশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখবে। এই মসজিদে ৯৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সরকারের ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের আওতায় এটি নির্মাণ করা হয়েছে।