পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের মরদেহ তিনদিন পর ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার রাত ৯টায় বাংলাবান্ধা সীমান্তে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। ৮ মার্চ ভোরে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে এবং মরদেহ নিয়ে যায়। পরে কূটনৈতিক প্রচেষ্টায় মরদেহ ফেরত আনা হয়।