‘বোবা হয়ে আছি, বোবা’—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলকের মন্তব্য

news of bangla

আওয়ামী লীগের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি, বোবা।’ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের উদ্দেশে পলক বলেন, ‘আপনারা মুক্ত আছেন তো?…আপনারা ভালো থাকলেই ভালো।’ এর আগে গত ১৮ নভেম্বর একইভাবে আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে দুই হাত তুলে দোয়া চেয়েছিলেন তিনি।