আওয়ামী লীগের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি, বোবা।’ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের উদ্দেশে পলক বলেন, ‘আপনারা মুক্ত আছেন তো?…আপনারা ভালো থাকলেই ভালো।’ এর আগে গত ১৮ নভেম্বর একইভাবে আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে দুই হাত তুলে দোয়া চেয়েছিলেন তিনি।