রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের তিন জেলার রেল যোগাযোগ সম্পূর্ণ এবং চার জেলার আংশিক বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীরা মালামাল খোয়ার অভিযোগ করেছেন। প্রায় দুই হাজার যাত্রী ট্রেনে ছিলেন। রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেসসহ একাধিক ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ চলমান।