পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত ও তার পরিবারের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে জানানো হয়, তাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে। ক্রোকের আদেশে গুলশান, বনানী, বসুন্ধরাসহ বিভিন্ন এলাকায় ১৮টি ফ্ল্যাট, জমি এবং বাড়ি অন্তর্ভুক্ত। নাফিজ ও তার পরিবার পলাতক থাকায় তাদের সম্পত্তি অন্যত্র হস্তান্তর ঠেকাতেই এই পদক্ষেপ।