রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে বুধবার ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, তবে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো হয়। ভবনের চার ও পাঁচতলায় আগুন লাগে এবং দু’জনকে জীবিত উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।