নোয়াখালীর হাতিয়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী নাহিদ হোসেন (২৬)। সোমবার রাত ৯টার দিকে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিনা আক্তার (২২) ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।