হাতিয়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

news of bangla

নোয়াখালীর হাতিয়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী নাহিদ হোসেন (২৬)। সোমবার রাত ৯টার দিকে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিনা আক্তার (২২) ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।