নিজাম হাজারীর ৫৪৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের মামলা

news of bangla

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন দুদকের উপ-পরিচালক মোহাং নূরুল হুদা। অভিযোগে বলা হয়, সংসদ সদস্য থাকাকালে তিনি ১৮ কোটি ৭২ লাখ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। বর্তমানে তার ব্যাংক হিসাবে ১২ কোটি ৬১ লাখ টাকা জমা রয়েছে।